Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২৫

এক্সিলারেটর ফ্যাসিলিটিজ বিভাগ, পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা (এইসিডি), শাহবাগ, ঢাকা-১০০০ ।

৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ
পিও বক্স ১৬৪, শাহবাগ, ঢাকা-১০০০।
ফোন:০২২২৩৩৬৩, ই-মেইল:

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের মিশন, ৩ মিলিয়ন ভোল্ট ভ্যান্ ডি গ্রাফ অ্যাক্‌সিলারেটর এবং সাবসিস্টেম চালনা ও রক্ষণাবেক্ষণ যা ন্যানো থেকে মাইক্রো অ্যাম্পিয়ার পরিসরে ৩  মিলিয়ন ইলেক্ট্রন ভোল্ট শক্তি সম্পন্ন প্রোটন বীম উৎপন্ন এবং অ্যাক্‌সিলারেট করে।

‘গামা স্পেক্ট্রোমিতি সিস্টেম’ এর সাহায্যে রেডিওনিউক্লাইড নির্নয় এবং একটিভিটি কনসেনট্রেশন এ্যানালাইসিস করা।

 

চলমান গবেষণা ও উন্নয়ন 

৩ মিলিয়ন ভোল্ট ভ্যান্ ডি গ্রাফ অ্যাক্‌সিলারেটর (KN 3000, HVEC, USA) একটি ত্বরক যন্ত্র যা ১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় স্থাপিত হয়। ৫9 বছরেরও বেশী পুরনো এই মেশিনটি এখনো সচল রয়েছে।  ভ্যান ডি গ্রাফ অ্যাক্‌সিলারেটর ৩ মিলিয়ন ইলেট্রন ভোল্ট শক্তি সম্পন্ন প্রোটন বীম উৎপন্ন এবং অ্যাক্‌সিলারেট করতে সক্ষম, যার Current range ন্যানো থেকে মাইক্রো অ্যাম্পিয়ার হতে পারে। বিভিন্ন গবেষক প্রোটন বীম এবং অ্যাক্‌সিলারেটর গবেষণাগার ব্যবহার করে IBA Techniques যেমন PIXE, PIGE পদ্ধতির মাধ্যমে পরিবেশ, স্বাস্থ্য, জৈব, কৃষি, শিল্প ইত্যাদি ক্ষেত্রে গবেষণা কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়া এ ল্যাবরেটরিতে ‘গামা স্পেক্ট্রোমিতি সিসটেম’ তৈরী করা হয়েছে যার সাহায্রে রেডিওনিউক্লাইড নির্নয় এবং একটিভিটি কনসেনট্রেশন এ্যানালাইসিস করা হয়। অ্যাক্‌সিলারেটর ফ্যাসিলিটিস বিভাগের প্রধান উদ্দেশ্য হলো-

  • ৩ মিলিয়ন ভোল্ট ভ্যান ডি গ্রাফ অ্যাক্‌সিলারেটর এবং সাব-সিস্টেম চালনা ও রক্ষণাবেক্ষণ
  • অ্যাক্‌সিলারেটরের আয়ন বীম ব্যবহার করে গবেষণা কাজ সম্পাদন
  • অ্যাক্‌সিলারেটরের বীম ব্যবহারের সুযোগ দিয়ে গবেষণায় সহায়তা প্রদান
  • ‘গামা স্পেক্ট্রোমিতি সিসটেম’ এর সাহায্রে রেডিওনিউক্লাইড নির্নয় এবং একটিভিটি কনসেনট্রেশন এ্যানালাইসিস করা  
  • ‘গামা স্পেক্ট্রোমিতি সিসটেম’ এর সাহায্রে রেডিওনিউক্লাইড নির্নয় এবং একটিভিটি কনসেনট্রেশন এ্যানালাইসিস করা 

          

IBA Scattering Chamber, Detector, Beam line             Electronic controlled sample wheel of IBA Scat.  Chamber

 

বিভাগের কাযক্রম:

  • Irradiate করা spectrum data files analyze করে  দোষন মাত্রা নিনয় করা 
  • PIXE এবং PIGE পদ্ধতিতে বিভিন্ন নমুনা থেকে প্রাপ্ত ইলেমেন্টগুলোর কন্সেনট্রেশন বের করা  
  • ‘Gamma Spectroscopy’ পদ্ধতিতে বিভিন্ন নমুনার রেডিওনিউক্লাইড নিনয় এবং বিশ্লেষণ করা 
  • বিভিন্ন নমুনার তেজষ্ক্রিয়তা মূল্যায়ন করা
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের MSc, MPhil, PhD থিসিস গবেষণার  supervision করা

উপরে উল্লেখিত গবেষণা অনুযায়ী নির্ধারিত লোকেশন থেকে নমুনা সংগ্রহ, পরিমাপ, শষ্ক এবং মিহি পাউডার করে পিলেট বানানো হয় যাদের প্রতিটি ৭মিমি ব্যাস এবং ১মিমি পুরূ হয়ে থাকে। এই পিলেটগুলো প্রোটন বীম দ্বারা ইরিডিয়েট করে এবং Software MAESTRO-32 এবং GUPIX/DAN-32 দ্বারা বিশ্লেষণ করা হয়।

                                 

          কচু-শাকের একটি spectrum result                                                   Graphical projection of elements

 

গামা স্পেক্ট্রোমিতি সিস্টেম:     

গামা স্পেক্ট্রোমিতি ডাটা এ্যাকুইজিশন সিস্টেম-এর সাহায্যে গুড়ো দুধের রেডিওলজিক্যাল সাবস্টেন্স নির্নয়, প্রাপ্ত  বিভিন্ন রেডিওনিউক্লাইড-এর এ্যনার্জি লাইন ব্যবহার করে ডিটেক্টরের ইফিসিয়েন্সি ক্যালিব্রেশন থেকে প্রাপ্ত ডাটা স্পেক্ট্রাম নিম্নরূপ;

গামা ডাটা এ্যাকুইজিশন কাউটিং সিস্টেম (ডিটেক্টরের) ইফিসিয়েন্সি ক্যালিব্রেশন

বিভিন্ন গুড়ো দুধে প্রাপ্ত radioactivity concentration (Bq/Kg)  এবং তুলনামুলক চিত্র  

 

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

 বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের MSc, MPhil, PhD থিসিস শিক্ষার্থী  এবং গবেষণা প্রতিষ্ঠান সমুহ ।

 

অর্জন

 আন্তর্জাতিক প্রকাশনা এবং থিসিস কার্যক্রম : (২০১৪ – ২০২৪)   

  • আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা   :  ২৪ টি
  • পিএইচ.ডি  থিসিস সম্পন্ন            :  ৬ জন
  • এম.এসসি থিসিস  সম্পন্ন             :  ১৬ জন
  • পিএইচ.ডি  থিসিস চলমান           :  ২ জন
  • এম.এসসি থিসিস  চলমান            :  ৩ জন

 

যোগাযোগ/জনবল

৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ
পিও বক্স ১৬৪, শাহবাগ, ঢাকা-১০০০।
ফোন:০২২২৩৩৬৩, ই-মেইল:

এখানে ক্লিক করুন